শামিম খান গৌরীপুর
কাউন্সিলর পদে লড়বেন জ্যোতি রানী সরকার
আসন্ন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়তে চান জ্যোতি রানী সরকার। এই আসনে মহিলা কাউন্সিলর পদে একাধিক প্রার্থী থাকলেও জ্যোতির রানীর নাম আলোচনার র্শীর্ষে। পাশাপাশি পরিচ্ছন্ন ও পরোপকারী মানুষ হিসাবে ভোটারদেরও আগ্রহ আছে তাকে নিয়ে।
জানা গেছে গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যম তরফ মহল্লার স্বর্গীয় উজ্জ্বল সরকারের স্ত্রী জ্যোতি রানী সরকার। ২০১১ সালে তিনি গৌরীপুর পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
জ্যোতি রানী সরকারের ছেলে উত্তম সরকার গৌরীপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। তাই জ্যোতির প্রার্থীতার খবরে দলীয় নেতা-কর্মীরাও আগ্রহ দেখাচ্ছে।
এদিকে চলতি বছর করোনা সংক্রমণ পরিস্থিতিতে জনসাধারণে মধ্যে জনসচেনতা বাড়াতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন জ্যোতি রানী সরকার ও তার ছেলে উত্তম সরকার। মা ও ছেলে মিলে নিজ ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়ে পাশে থেকেছেন। তাই জ্যোতি প্রার্থী হওয়ায় সাধারণ মানুষও আনন্দিত।
এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন জ্যোতি রানী সরকার। এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করে নিজের প্রার্থীতার প্রচারণা চালিয়ে ভোটের মাঠে শক্ত অবস্থান গড়ে তুলছেন তিনি।
জ্যোতি রানী সরকার বলেন আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছি। সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনপ্রতিনিধি হলে আরো বৃহৎ পরিসরে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারবো।