১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে শুভ্র হত্যাকাণ্ডের পর তার চাচা সাদেকুর রহমান সেলিমকে প্রার্থী ঘোষণা
১৫, নভেম্বর, ২০২০, ৭:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর

ময়মনসিংহের গৌরীপুরে মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের ঘটনায় পাল্টে গেছে নির্বাচনের চালচিত্র। শনিবার নিহতের চাচা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান সেলিমকে সম্ভাব্য মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সাদেকুর রহমান সেলিম উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এমএ সোবহানের পুত্র।
গৌরীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুভ্র হত্যাকাণ্ডের ন্যায় বিচার ও সন্ত্রাসমুক্ত গৌরীপুর গড়ার লক্ষ্যে নৌকার মনোনয়নের জন্য তাদের পরিবারের পক্ষ থেকে সাদেকুর রহমান সেলিমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরাও তাকে বিজয়ী করার জন্য মাঠে কাজ করে যাচ্ছি। সাদেকুর রহমান সেলিম ও তার পরিবারের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস।
সেলিম আরকে উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সময়ে ১৯৮৬ সালে বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হন। এছাড়াও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করে নির্যাতনের স্বীকার হন একাধিকারবার। বিরোধী দল ও তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার আসামি ও কারাভোগ করেন।
সাদেকুর রহমান সেলিম গৌরীপুর প্রেস ক্লাবের দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন।
সাদেকুর রহমান সেলিম জানান, আমি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম না। আমরা আওয়ামী লীগকে ভালোবাসি। বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনও বিচ্যুতি ঘটেনি। আমাদের বাড়িটি গৌরীপুর আওয়ামী লীগের কার্যালয়। কখনও জনপ্রতিনিধি হওয়ার জন্য নয়, রাজনীতি করেছি দেশের জন্য মানুষের জন্য। ভাতিজা শুভ্রকে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। দলীয় নেতাকর্মী ও পরিবারের ইচ্ছায় এ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। ইনশাল্লাহ নৌকা প্রতীক পেলে বিজয়ী হব।
নির্বাচনের জন্য সাদেকুর রহমান সেলিম পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।