১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সারা বাংলা জাতীয় সংসদে ‘প্রদর্শনীতে বঙ্গবন্ধু’ শীর্ষক প্যাভিলিয়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৬, নভেম্বর, ২০২০, ৫:১৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – জাতির পিতার জন্মশত বার্ষিকীতে সংসদে চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে ‘প্রদর্শনীতে বঙ্গবন্ধু’ শীর্ষক একটি প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই প্রদর্শনী প্যাভিলিয়নটি উদ্বোধন করেন তিনি। এসময় জাতির পিতার স্মরণে বিভিন্ন আলোকচিত্র ও বঙ্গবন্ধুর ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো প্যাভিলিয়ন ঘুরে দেখেন তিনি।

উদ্বোধনীর সময় জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের সম্পূর্ণ ভাষণ বড় স্ক্রিনে দেখেন প্রধানমন্ত্রী। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

সোমবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্যাভিলিয়নটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।