১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে বোরো সংগ্রহ অভিযান ব্যর্থ উৎকোচ  আদায় ও হয়রানীর অভিযোগ খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে !
১৬, নভেম্বর, ২০২০, ৫:২৭ অপরাহ্ণ - প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
সদ্য শেষ হওয়া বোরো মৌসুমের ঠাকুরগাঁও জেলা খাদ্য বিভাগের ধান-চাল সংগ্রহ অভিযান সফল হয়নি। সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৩০৯ মেট্রিক টন। সংগ্রহ হয়েছে মাত্র ২ হাজার ১৩২ মেট্রিক টন ধান। আর ৩২ হাজার ৮শ ৬৬ মেট্রিক টন চাল সংগ্রহ হওয়ার কথা থাকলেও, হয়েছে মাত্র ১৭ হাজার ৭শ ২২ মেট্রিক টন । এ সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার পেছনে খাদ্য বিভাগের কর্মকর্তাদের মোটা অঙ্কের উৎকোচ আদায়, অসহযোগিতা আর হয়রানী করাই কারণ বলে অভিযোগ করছেন মিল মালিকরা। তারা বলছেন, চালের বাজার দর উর্ধ্বমুখী ছাড়াও খাদ্য গুদাম কর্মকর্তাদের প্রতি মিল মালিককে ১০ হাজার টাকা উৎকোচ দিতে হয়েছে। এই টাকা যারা দিতে পারেননি, তারা হয়েছেন হয়রানীর শিকার । এতে সরকারের ঘরে চাল সরবরাহ করে মোটা অঙ্কের লোকসান গুনতে হয়েছে তাদের এছাড়াও চাল দিতে আগ্রহ হারিয়েছে অনেকে। ঠাকুরগাঁও রোড কালীতলা এলাকার তাজ হাস্কিং মিল ও আফতাব হাস্কিং মিল মালিক কেরামত আলী টাইগার বলেন, কালার সর্টার করে মান সম্মত চাল নিয়ে যাই। সদর খাদ্য গুদামের ওসিএলএসডি চাল নিতে টালবাহানা করে। সন্ধ্যা পর্যন্ত কালক্ষেপন করে ডিসি ফুডের মধ্যস্থতায় পরে সেই চাল গ্রহন করা হয়। এ ধরনের হয়রানী করার যৌক্তিকতা কি? ঐ মিল মালিক আরো বলেন, প্রতিবারই খাদ্য বিভাগের কর্মকর্তারা মিল মালিকদের কাছ থেকে বস্তা প্রতি টাকা নেন। এবার চালের বাজার দর বেশি। এতে এক দিকে লোকসান অন্যদিকে সালামির টাকা তাই বেশি লোকসান হবে বলেই গুদামে আংশিক চাল দিয়ে আর দেইনি। ঠাকুরগাঁও জেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু বলেন, অসুধু ব্যবসায়ী যেমন আছে, অসাধু খাদ্য কর্মকর্তাও আছে। যদি কোন মিল মালিকের কাছ থেকে খাদ্য কর্মকর্তা অতিরিক্ত অর্থ নিয়ে থাকে এতে তাদের লোকসানের বোঝা বেড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।  সদর খাদ্য গুদামের কর্মকর্তা বিশ্বজিৎ সাহা উৎকোচ চাওয়ার বিষয়টি সত্য নয় দাবি করে বলেন, এবার চালের মানের সাথে আপোষ করিনি বলেই মিথ্যা অভিযোগ করছে মিল মালিকরা । উৎকোচ আদায় ও হয়রানী কথা অস্বীকার করে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম বলেন, কোন মিল মালিক এ ধরনের অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে শর্তভঙ্গ করা মিল মালিকদের সংগ্রহ অভিযান থেকে দুরে রাখা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা বলছেন এ কমৃকর্তা।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।