ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী, সন্ত্রাসী, মাদকাসক্ত, নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে। রবিবার দিবারাত্রি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের একাধিকের নামে ৭/৮টি করে মামলা রয়েছে বলে পুলিশ জানা গেছে।
ময়মনসিংহের পাটগুদাম ব্রীজ, রেলওয়ে স্টেশনসহ নগরীর বিভিন্ন এলাকায় হঠাৎ করেই ছিনতাই বেড়ে যায়। ব্রীজ এলাকায় দিন দুপুরে ছিনতাই চলে। কোন যাত্রী বাস, সিএনজি কিংবা অন্য যে কোন যানবাহন থেকে নামলেই ছিনতাইকারীরা যাত্রীদের ব্যানেডি ব্যাগ, লাগেজ টানাটানি শুরু করে। এ ধরণের খবর পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের কাছে আসে। ময়মনসিংহের দায়িত্বশীল পুলিশ সুপার এ সব বিষয় গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে ডিবি পুলিশ, কোতোয়ালি মডেল থানা ও নগরীর ফাড়ি পুলিশকে ছিনতাইকারী, চোর, মাদকাসক্ত, সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর নির্দেশ দেন। ময়মনসিংহ নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাচল ও বিভাগীয় নগরীর বাইরে থেকে আসা লোকজনকে নিরাপদে তাদের কাজ সম্পন্ন করার সুযোগ করে দিতে ডিবি ও কোতোয়ালি পুলিশ গত শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করে। কোতোয়োলি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার ১৩ ও রবিবার ১৮ চিহ্নিত ছিনতাইকারী, সন্ত্রাসী, মাদকাসক্ত, নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ডিবি পুলিশ গত দুইদিনে ২৫জনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ময়মনসিংহ নগরবাসির নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই কার্যক্রম চলমান থাকবে। পুলিশ সুপার নিজে ময়মনসিংহকে অপরাধমুক্ত করতে অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। আহবানকালে তিনি বলেন, তথ্যদাতাদের নাম-পরিচয় সম্পূর্ণরুপে গোপন রাখা হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল