শেখ রাজীব হাসান,গাজীপুর প্রতিনিধিঃ
টঙ্গীতে ’পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর রিজিওনের টঙ্গীর দত্তপাড়া এলাকায় দিনের শুরুতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসুচির উদ্ধোধন করেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।
হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার আলী আহমদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান, আরও বক্তব্য দেন, মহাখালীর বাস মালিক সমিতির সভাপতি মুহাম্মদ আবুল কালাম, ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির টঙ্গী জোনের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেনসহ হাইওয়ে পুলিশের উধ্বতন কর্মকর্তাগন।