বর্নার্ড সরকারঃ
মহৎ কাজই মানুষকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখে,কীর্তিমান এবং চিরস্মরণীয় করে। বয়স কখনো মানুষকে চিরস্মরণীয় করার মাপকাঠি নয়। মহৎ মানুষ পৃথিবী থেকে দৈহিকভাবে মৃত্যুবরণ করলেও পেছনে থেকে যায় তাঁর মহৎ কর্ম। আর এ মহৎ কর্মই সাক্ষ্য দেয় মানুষের কীর্তি ও গৌরবের। দীর্ঘজীবি হয়েও মানুষ যদি জীবনে কোনো ভালো কাজ না করে তবে সে জীবন অর্থহীন। এ অর্থহীন জীবন নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর বেশিদিন তাকে মানুষ স্বরণ রাখে
না
অন্যায়কারী ও অন্যায়কে প্রশ্রয় দানকারী ন্যায়ের বিচারে অভয়েই সমান অপরাধী। এ জন্য উভয়েরই
উচিৎ অন্যায়কে প্রতিহত করা
কেসিনোর টাকার ভাগ কে কে পায় দেখুন প্রিয়
দেশবাসী
আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেষায় লক্ষহীন প্রচন্ড বেগে শুধুই বিনাশের পথে এগিয়ে চলছে। মানুষ যদি এ মূঢ়তাকে জয় না করতে পারে,তবে মনুষ্যত্ব কথাটাই হয়ত লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে হয়ত নামবার উপায় আর নেই,এবার উঠবার সিঁড়িটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্তমান পৃথিবীতে অর্থবিত্তের প্রভাব ব্যাপক। মানুষ অর্থের মোহে ঘুরপাক খাচ্ছে অন্ধের মতো। বিবেক ও মনুষ্যত্ব বিসর্জন দিয়ে লিপ্ত হচ্ছে আত্মবিনাশে। মনুষ্যত্বকে বাঁচাতে হলে সর্বনাশা অর্থমোহ থেকে মুক্তির
পথ অন্বেষণ একান্ত জরুরি!….