এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
একাত্তরের মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাইঘাট উপজেলার সাবেক কমান্ডার ও কানাইঘাট উপজেলার ৩ নং দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন আর নেই। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” শারীরিক বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন থেকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। সর্বশেষ ১৮ নভেম্বর বুধবার বিকাল ৫ টার দিকে তিনির নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বনামধন্য রাজনীতিবিদ, ও কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ের অন্যতম সংগঠক সাবেক উপজেলা কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাহার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক নিবন্ধিত রেজি নং (২০৩) এর কানাইঘাট উপজেলা কমিটির সভাপতি ইফতেখার আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম এ রহমান জীবন, সহ-সভাপতি মাওলানা ফয়সাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি ডালিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, কার্যকরী সদস্য আহমদ আল আজির, শ্রমবিষয়ক সম্পাদক আশিক উদ্দিন সহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।