১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক চালুর দুই দিনে ১৭০ অভিযোগ নিষ্পত্তি
১৮, নভেম্বর, ২০২০, ১০:৪২ অপরাহ্ণ - প্রতিনিধি:

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ) ফেসবুক পেজ চালু হওয়ার

দুই দিনের মাথায় ১৭০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।

পিসিএসডব্লিউ সেবা চালু হওয়ার পরবর্তী দুই দিনে মোট ৬৯১টি অভিযোগ গৃহীত হয়েছে। ১৭ নভেম্বর ৩৩১টি এবং ১৮ নভেম্বর ৩৬০টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মাত্র দুই দিনে ১৭০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে, যা প্রাপ্ত মোট অভিযোগের ২৫ শতাংশ।

এছাড়া, ৫২টি অভিযোগের ক্ষেত্রে অভিযোগ তদন্তের জন্য প্রাসঙ্গিক তথ্যের জন্য অভিযোগকারীর সাথে যোগাযোগ করা হয়েছে, তথ্যাদি পেলে অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে। অবশিষ্ট ৪৬৯টি অভিযোগ আমলে নিয়ে তদন্তের কার্যক্রম নেয়া হয়েছে। দ্রুততার সাথে অবশিষ্ট অভিযোগসমূহের তদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পন্ন করা হবে।

সাইবার বুলিং এর শিকার নারীদের কাছে প্রাপ্ত অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল, ব্ল্যাকমেইলিং, পর্নোগ্রাফি, ফেসবুক আইডি ব্যবহার, ফেসবুক আইডি হ্যাক করা, হুমকি দেওয়া ইত্যাদি।

উল্লেখ্য, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ
ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গত ১৬ ন‌ভেম্বর ২০২০ আনুষ্ঠানিকভাবে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ উদ্বোধন করেন।

 

 

সুত্র, Bangladesh police Facebook page