১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
১৮, নভেম্বর, ২০২০, ১০:৪৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একশত ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেল পৃথক অভিযান চালিয়ে বিভাগীয় নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল বিভাগীয় নগরীর ক্যান্টনম্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত ইয়াবা ব্যবসায়ী রায়হান মিয়াকে গ্রেফতার করে। তার কাছ থেকে একশত ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী রায়হান মিয়ার পিতার নাম এরশাদ আলী আকন্দ। এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন। এছাড়া একই সার্কেলের উপ পরিদর্শক মোরশেদ আলমের নেতৃত্বে আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, চৌরঙ্গীর মোড়ের বায়াস মিয়ার ছেলে রুমান মিয়া ও আকুয়া জুবিলী কোয়ার্টারের মোসলেম উদ্দিনের ছেলে আঃ রাজ্জাক। এ ঘটনায় মোরশেদ আলম বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন। তাদেরকে আদালতে পাঠানো হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়।