মারুফ হোসেন কমলঃ
আবারো রেঞ্জে শ্রেষ্ঠ হলেন, ময়মনসিংহ ডিবির ওসি হলেন শাহ কামাল আকন্দ। বুধবার ১৮ নভেম্বর ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে ডিআইজি ব্যারিষ্টার হারুন উর রশিদ বিভিন্ন েেত্র সফলতার স্বীকৃতি স্বরূপ শাহ কামাল আকন্দকে স্বীয় কর্মের সফলতায় সনদ ও পুরস্কার প্রদান করেন।
ডিবি ওসি শাহ্ কামাল নেতৃত্বে জুলাই-সেপ্টেমবর মাসে আটোরিস্কা চোরচক্র,চোরাই অটো উদ্ধার, মানবপাচারকারী গ্রেফতার, ত্রিশাল থানায় সেলিনা হত্যার মামলার রহস্য উদঘাটন, মাদক পাচারে ব্যাবহৃত প্রাইভেটকার, ১২ হাজার পিচ ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন, চোরাই মোটর সাইকেল,পাগলা থানায় ইমাম হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার, কোতোয়ালী মডেল থানার মামলায় ৫টি অটো উদ্ধারসহ ৬ জন গ্রেফতার, পুলিশ পরিচয়ে ছিনতাইকারী আটক, পাগলা থানা অভিযান করে ৭৫০ পিচ ইয়াবাউদ্ধার, মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যাওয়া দ্রুততম ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসে থাকা ১৪ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার মত গুরুত্বপূর্ণ ঘটনায় সাফল্যের পরিচয় দিয়ে ময়মনসিংহ পুলিশের সুনাম বৃদ্ধিসহ মর্যাদা অুন্ন রাখায় তাকে পুরস্কৃত করা হয়।
ডিবি ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, সব সময়ে আমার চাওয়া জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বণিক দায়িত্বশীল থাকা। ময়মনসিংহবাসী এবং জেলা পুলিশসহ ডিবি টিম আমাকে কাজে সহযোগিতা করায় আমি এ পুরস্কার অর্জন করতে পেরেছি। সে জন্য ময়মনসিংহ বাসীকে ধন্যবাদ জানাই। ২০১৮ সালে যোগদানের পর থেকে ময়মনসিংহ রেঞ্জে কর্মরত অবস্থায় ১৪ বার এবং জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ ওসির পুরস্কার অর্জন করি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, ময়মনসিংহের পুলিশ মোহাঃ আহমার উজ্জামান, নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুন্সি, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার একেএম মনিরুল ইসলামসহ রেঞ্জ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।