১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, শেরপুর শেরপুরের নকলার ওসি মুশফিকের নেতৃত্বে সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার
১৯, নভেম্বর, ২০২০, ১১:২২ অপরাহ্ণ - প্রতিনিধি:

শেরপুরের নকলা থানার ওসি মুশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ময়মনসিংহের ফুলপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

নকলা থানার নবাগত ওসি মুশফিকুর রহমান জানান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম নির্দেশনায় আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ অপরাধীদের গ্রেফতারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসাবে দায়রা মামলা নং-৫৯৯/১৭ এবং দায়রা মামলা নং-৬০০/১৮ এন.আই.এ্যাক্টের ২টি মামলায় এক বছর করে সাজাপ্রাপ্ত পলাতক বিপ্লব দাসকে ফুলপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সে নকলার গণপদ্দী গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।