নেপাল ধরঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী সহ দুইজনকে গ্রেফতার করেছে। ডিবি’র ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) নির্দেশে (ডিবি) পুলিশ নিয়মিত মাদক,জুয়া, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।
তারিধারাবাহিকতায় ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-১৮, তারিখ-১৬/১০/২০১৯ ইং, ধারা-১৪৩/৩৪১/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/১১৪ দঃ বিঃ সংযোজিত ধারা-৩০২ পেনাল কোড এর তদন্তকারী অফিসারপুলিশ পরিদর্শক ফারুক আহম্মেদ গত ইং ২৬/১০/১৯ তারিখ কোতোয়ালী থানায় অভিযান পরিচালনা করে সানকিপাড়া থেকে উক্ত মামলার এজাহার নামীয় সোহেল মেহমুদ হাসান বাপ্পী (১৯) পিতা-মোঃ কামাল হোসেন বাবুল, সাং-শিমুল লাটিয়া, থানা-নান্দাইল, A/P সাং-চরহোসেনপুর (আবাসিক), থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ এবং এসআই মোঃ সাইদুর রহমান, এএসআই বাবুল হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে বাঘমারা থেকে ১৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল হক ওরফে শফিক (৪৫), পিতা- মোঃ আজিজুল হক, মাতা- মৃত নুরুন নাহার, সাং-মুন্সিবাড়ী ৭৫সি-১ ডিবি রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। (ডিবি) ওসি শাহ্ কামাল আকন্দ নগরবাসীর উদ্দেশ্যে বলেন, মাদক নিয়ন্ত্রণ রাখতে জেলাবাসীর সহযোগীতা পেলে সন্ত্রাস ও মাদক নির্মুল খুব দ্রুততার সহিত সম্ভব হবে।