১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুর সাব-রেজিস্ট্রী অফিসের মোহরার বিদায় অনুষ্ঠান পালিত ।
২৪, নভেম্বর, ২০২০, ৭:১৪ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

মোঃ সাইদুর রহমান খানঃ

ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রী অফিসের, মোহরার খাবেরী রাণী দত্ত দীর্ঘ ৩ বৎসর অফিস মোহরার হিসাবে কর্মদক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ৩ বৎসর অতিবাহিত হলে বদলি হতে হয়।

তারই ধারাবাহিকতা তাকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সাবরেজিস্ট্রী অফিসে বদলী করা হয়। এই উপলক্ষে, ১৫ নভেম্বর ২০২০ ইং গৌরীপুর সাব-রেজিস্ট্রার শেখ নাছিমুল আরিফ অফিস প্রাঙ্গণে বিদায়ী অনুষ্ঠান আয়োজন করেন, উক্ত অনুষ্ঠানে সাব-রেজিস্ট্রার শেখ নাছিমুল আরিফ, সভাপতি হিসাবে বক্তব্য প্রদান কালে বলেন, খাবেরী রাণী দত্ত র কর্মময় মোহরার দায়িত্ব বিষয়ে আমার ভাবতে হতনা।

 

তার কর্মদক্ষতা নিয়ে আমার কাছে কখনওই কোন অভিযোগ আসেনাই । আশাকরি এ সুনাম সবত্র বিরাজমান থাকবে। উক্ত অনুষ্ঠানে করোনায় সাধারণ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরিধান পূর্বক এ কর্মসূচিতে, বক্তব্য রাখেন সাব-রেজিস্ট্রী অফিসের প্রধান সহকারী আম্বিয়া আক্তার, উপস্থিত ছিলেন সকল নকল নবীস, দলিল লেখক সমিতির সভাপতি দলিল লেখক ও স্ট্র্যাম্প ভেন্ডারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।