বিনোদন তথ্যপ্রতিদিন
প্রথমবারের মত জাহিদ হাসানের পরিচালনায় নাটকে অভিনয় করলেন শারমীন জোহা শশী। জাহিদ হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক হুলুস্থূল’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শশী। এরইমধ্যে সিরাজগঞ্জে এই ধারাবাহিক নাটকের শুটিং-এ অংশ নিয়েছেন শশী। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি শিঘ্রই আরটিভিতে প্রচার শুরু হবে বলে জানিয়েছে নির্মাতা জাহিদ হাসান। শারমিন জোহা শশী চলতি সপ্তাহেই একটি তথ্যচিত্রের শুটিং-এ অংশ নিবেন বলে জানান। শশী বর্তমানে শাহীন সরকার, জুয়েল শরীফ, নিয়াজ মাহবুবের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নিয়াজ মাহবুবের ‘জলকুমারী’ ধারাবাহিকে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন।