ময়মনসিংহে আফিসঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ডাকাত ও তিন মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ নগরীতে চুরি, ছিনতাই বেড়ে যাওয়ার খবর মানবে, দায়িত্বশীল, চৌকস পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের কাছে এলে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারীদের গ্রেফতারে ডিব ও কোতোয়ালি পুলিশের প্রতি কঠোর নিদেশ দেন। ডিবি ও কোতোয়ালি পুলিশ অভিযান চালিয়ে গত কয়েকদিনে প্রায় শতাধিক চোর, ছিনতাইকারী, মাদকাসক্তকে গ্রেফতার করে। এদিকে ২৫ নভেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়। এরই অংশ হিসাবে ডিবির ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে অভিযানের প্রথমদিনে ডিবির এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর শম্ভুগঞ্জ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা সবাই, চরগোবিন্দপুরের মোফাজ্জল হোসেন ওরফে বকুলের ছেলে আবু সাঈদ, চরদূর্গাপুরের মোঃ বাইতুল ও জাহাঙ্গীর আলম। এছাড়া এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা মঙ্গলবার চাঁদপুরেরর মতলব উত্তর থানা এলাকায় থেকে চিহ্নিত ডাকাত ময়মনসিংহ ভালুকা মডেল থানার মামলা নং-০৬, তারিখ-০৪/০৯/২০১৯ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর আসামী মোঃ বিশু ওরফে নিশু সৈয়ালকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল