ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় লক্ষাধিক টাকা মুল্যের ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় ময়মনসিংহ নগরীর কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব ওরফে সইজ্জা ওরফে প্রিন্স। মঙ্গলবার রাতে নগরীর রেলীরমোড় থেকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ নগরীতে চুরি, ছিনতাই বেড়ে যাওয়ার খবর ময়মনসিংহের দায়িত্বশীল ও মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের কাছে আসে। দায়িত্বশীল পুলিশ সুপার আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ চুরি ছিনতাইরোধে ডিবি ও কোতোয়ালি পুলিশকে কঠোর নিদেশ দেন। এর আলোকে ডিবি ও কোতোয়ালি পুলিশ পক্ষকালব্যাপী পৃথক অভিযান চালিয়ে চোর, ছিনতাইকারীদের গ্রেফতার করে ব্যাপক আলোচনায় আসে। পুলিশ সুপারের কঠোরতায় পুলিশী অভিযানে নগরী ছাড়তে বাধ্য হয় অপরাধীচক্র। এরই মধ্যে ২৫ নভেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে কোতোয়ালী মডেল থানা পুলিশ প্রায় লক্ষাধিক টাকা মুল্যের ৭০ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সজীব ওরফে সইজ্জা ওরফে প্রিন্সকে রেলীর মোড় থেকে গ্রেফতার করে। সে রেলীরমোড়ের বাবুলের ছেলে। কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের নেতৃত্বে এই অভিযান চলমান রয়েছে বলে এসআই নিরুপম নাগ জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল