ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় ১১০ শতক জমি দান করলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । বুধবার (২৫ নভেম্বর) তিনি রুহিয়া থানা এল,এস,ডি-তে প্যাডি সাইলো নির্মানের জন্য এ জমি দান করেন। রুহিয়া থানা আ’লীগৈর সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু জানান, দেশব্যাপী প্যাডি সাইলো নির্মাণের অংশ হিসেবে রুহিয়া এল,এস,ডিতে ১১০ শতক জমি খাদ্য অধিদপ্তরকে দান করেন তিনি। নির্মিতব্য প্যাডি সাইলোর কারনে এই অঞ্চলের কৃষক সমাজের মাঝে আনন্দের বন্যা বইছে।