শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলা থানা পুলিশ তিন মামলায় সাজা ও পরেয়ানাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গাজীপুরের জয়দেবপুর থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। তার নাম ফরিদুল ইসলাম। সে নকলার কলাপাড়ার মৃত নছর আলীর ছেলে।
নকলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশনায় নকলা থানা পুলিশ আইন শৃংখলা নিয়ন্ত্রণে অপরাধীদের গ্রেফতার, মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ চুরি ছিনতাইরোধে বিট পুলিশের সহায়তায় নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে বৃহস্প্রতিবার রাতে অভিযান পরিচালনা করে দায়রা নং-৪৪৫/১৭, দায়রা নং-৪০৮/১৭ যুগ্ম দায়রা জজ, ১ম আদালত, শেরপুর এর পৃথক পৃথক দুটি মামলায় এক বছর করে সাজাপ্রাপ্ত এবং সিআর আরো একটি মামলার পরোয়ায়ানা সহ ২টি সাজা ও একটি পরোয়ানার আসামী ফরিদুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সে নকলার কলাপাড়ার মৃত নছর আলীর ছেলে। তাকে আদালতে পাঠানো হয়েছে।