ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার নাম শাকিব মিয়া। ভালুকার ধামশুর থেকে বৃহ¯প্রতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বৃহ¯প্রতিবা রাতে ডিবির এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকার ধামশুর থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শাকিব মিয়াকে গ্রেফতার করে। সে ধামশুর মধ্যপাড়ার ডালিম শেখের ছেলে। তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে শুক্রবার বিকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি শাহ কামাল আরো বলেন, যেখানেই সেখানেই ডিবির অভিযান চলবে। মাদক ব্যবসায়ী যত বড়ই হোক তাকে ছাড় নেই।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল