শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ)।
ময়মনসিংহের গৌরীপুরে নয় বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মোঃ বাকী বিল্লাহ মানিক (৩৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সহনাটি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত শিক্ষক উপজেলার সহনাটি ইউনিয়নের মানিকরাজ গ্রামের আজিম উদ্দিন মাস্টারের পালিত ছেলে।
জানা গেছে মোঃ বাকি বিল্লাহ মানিক সহনাটি ইউনিয়নের করফুলনেছা নূরানী ও হাফিজিয়া মাদরাসায় নূরানী শাখার প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। চলতি বছরের ১৫ নভেম্বর সকালে প্রধান শিক্ষক মানিক মাদরাসার পাঠদান কক্ষের বø্যাকবোর্ডের পেছনে নিয়ে নয় বছর বয়সী মাদরাসা ছাত্রকে বলাৎকার করে। এরপর প্রধান শিক্ষক মানিক পরবর্তী সময়ে আরো একদিন মাদরাসার পাঠদান কক্ষে ওই ছাত্রকে বলাৎকার করে। এ ঘটনার পর থেকে ওই ছাত্রটি মাদরাসায় আসা-যাওয়া বন্ধ করে দেয়। গত ২৫ নভেম্বর ওই ছাত্রকে তার বাবা বাড়ি থেকে ফের মাদরাসায় দিয়ে আসলেও সে বাড়ি ফিরে আসে। পরে তার বাবা মাদরাসার অপর এক শিক্ষককে নিয়ে বাড়ি ফেরার কারণ জানতে চাইলে সে বলাৎকারের ঘটনা খোলে বলে।
এদিকে বলাৎকারের ঘটনায় ভ্ক্তুভোগী ছাত্রের বাবা শুক্রবার রাতে থানায় অভিযোগ করলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওইদিন রাতেই সহনাটি ইউনিয়নে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন বলেন মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে প্রেরণের প্রস্ততি চলছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল