শামীম খান গৌরীপুরঃ
গৌরীপুরে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি গ্রেফতার
উপজেলা করেসপন্ডেন্ট,
ময়মনসিংহের গৌরীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গৌরীপুর থানা থেকে গ্রেফতারকৃত জুয়াড়িদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়।
এর আগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মইলাকান্দা ইউনিয়নের লামপাড়া গ্রামের আব্দুস সাত্তার (৩৫), সুরুজ আলী (৪৮), আব্দুল মুন্নাফ (৫৫), আব্দুল মোতালেব (৫০), গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রফিক মিয়া (৪০) ও তারাকান্দা উপজেলার টিলাটিয়া গ্রামের মতিউর রহমান (৩৫), মাওহা ইউনিয়নে বীর আহাম্মদপুর গ্রামের বাবুল মিয়া (৫০), মোঃ রুবেল (২৫), আলী উছমান (২২), সিরাজুল ইসলাম (৫০), এয়াকুব আলীর (৬০) ও ভূটিয়ারকোনা গ্রামের শ্রী সুবল (৪২)।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।