জহির রায়হান, ময়মনসিংহ :
“ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ঘোষণা ও ২০১৮ সালের স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০ ফেব্রুয়ারি ২০২০ইং তারিখে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় ময়মনসিংহে দ্বিতীয় দিনেও কর্মবিরতি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা শাখা।
২৮ নভেম্বর (শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করেন। এসময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ করতে হবে। তাঁদের দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। তারা আরো বলেন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতির কারণে আগামী ৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইনসহ দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে বলে তারা জানান।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট দাবী বাস্তবায়ন পরিষদ ময়মনসিংহ সদর উপজেলার আহ্বায়ক মো: নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম, মাইন উদ্দিন, নাজমা বেগম, সদস্য সচিব মো: আশরাফুল আলম, সদস্য নুরুন্নাহার, হাবিজ উদ্দিন, নাজমা খাতুন, মনোয়ারা বেগম, সবিতা পন্ডিত, আফজাল হোসেন, কাজল কুমার পাল, শফিউল আজম, মোশারফ হুসেন, কামরুজ্জামান, নাসির উদ্দিন, মো: রুবেল মিয়া, আবু জাফর, আবু হানিফ প্রমুখ।