আরিফ রববানী,(ময়মনসিংহ)=
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার গৃহহীন মানুষদের সন্ধানে মাঠে নেমেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও
ইউএনও। গত এক মাস ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে বসবাসকারী গৃহহীন মানুষদের দোরগোড়ায় গিয়ে প্রকৃত উপকারভোগী যাচাই করছেন তারা। তারই ধারাবাহিকতায়
আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়ে হয়েছে। ২৮শে নভেম্বর সকালে সুতিয়াখালী আবাসন প্রকল্প সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মহানগর আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সুরাইয়া আক্তার লাকী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা,ভাবখালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ইকতিয়ার উদ্দীন ভূইয়্যা, জাতীয় পার্টি নেতা মোর্শেদ আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে-আশরাফ হোসাইন বলেন-গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা একজন মানবিক নেত্রী,মানুষের প্রতি তার রয়েছে স্নেহ মমতা,মানবিকতা। তিনি গরীব অভাবী ছিন্নমুল মানুষের প্রতি মানবিকতার টানেই গৃহনির্মাণ প্রকল্পের বাস্তবায়ন করেছেন। তিনি বলেন- প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আপনাদের জন্য সরকারী ভাবে আপনাদের নামে দলিল করে ঘর বরাদ্ধ দিয়েছেন। বরাদ্দ পাওার পর এই ঘরের মালিক আপনি,কাজেই আপনার ঘর আপনি দেখাশুনা করবেন, এটা আপনারই দায়িত্ব। এসময় তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে- উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন-প্রধানমন্ত্রী গরীব ছিন্নমুল মানুষদের জন্য সারাদেশেই গৃহনির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছেন,এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলাতেও ২১০টা ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। সরকারের দেওয়া এই গৃহগুলো যেন প্রকৃত ছিন্নমুল হতদরিদ্র ভূমিহীনদের মাঝে বিতরণ করা হয় সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতাকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জানা যায়, মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন অসহায় মানুষকে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি বাস্তবায়নের
লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলায় উপকারভোগী নির্বাচন করা হচ্ছে।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে গিয়ে প্রকৃত সুবিধাভোগী যাচাই করা হচ্ছে। চূড়ান্ত তালিকার মাধ্যমে গৃহহীন মানুষদের ঘর তৈরি করে দেওয়া হবে। ইতোমধ্যে নির্মাণ কাজও শুরু করা হয়েছে।