১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ করোনার সংক্রমণ প্রতিরোধে সকলকে নিজ দায়িত্বে মাস্ক ব্যবহার করতে হবে।।ইউএনও সাইফুল ইসলাম।।
২৯, নভেম্বর, ২০২০, ৩:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

আরিফ রববানী,(ময়মনসিংহ)=

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম বলেছেন- দেশের চলমান মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে নিজ নিজ দায়িত্বে মাক্স ব্যবহার করতে হবে। তিনি বলেন- করোনা একটি মারাত্মক মরণব্যাধি, এই রোগে মানুষ কে আপন-কে পরতা ইতিমধ্যেই অনেকেই দেখতে পেয়েছেন। করোনায় আক্রান্ত হলে পিতা চেনে না তার সন্তানকে, বন্ধু চিনেনা আরেক বন্ধুকে, করোনা আক্রান্ত রোগী যেন শত্রুতে পরিণত হয়, তাই এই ভয়াবহ রোগের সংক্রমণ প্রতিরোধে এবং এর থেকে রক্ষা পেতে ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে সচেতন হতে হবে।নিয়মিত নিজ দায়িত্বে মাস্ক ব্যবহার করতে হবে। তিনি ২৯শে নভেম্বর সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা জেলা এক যোগে পালিত Mask_Mymensingh_Campaign Team_Mymensingh_2020
NO MASK, NO SERVICE “মাস্ক পড়ুন, সেবা নিন” মাস্ক ব্যবহার করুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচাতে সহায়তা করুন এই স্লোগান নিয়ে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাস্ক ক্যাম্পেইনের উদ্ভোধনী বক্তব্যে ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে এসব কথা বলে। পরে তিনি উপজেলা প্রশাসনে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নিয়ে মাস্ক ক্যাম্পেইন ২০২০ এর বাস্তবায়নে পথচারী ও উপজেলা প্রশাসনে আগত সেবা গ্রহীতাদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় তিনি বলেন সদর উপজেলা বাসীকে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করতে প্রয়োজনে আদালত পরিচালনা সহ যেকোন মূল্যেই হোক মাক্স ব্যবহার উৎসাহিত করা হবে যদি কোন ব্যক্তি মাক্স ব্যবহার করতে নিরুৎসাহ প্রকাশ করেন তাহলে তার ব্যাপারে প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা অনুসারে আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া উপজেলা প্রশাসনে আগত কোন সেবা গ্রহীতা কে মাক্স ব্যবহার ছাড়া সেবা দেওয়া হবে না তিনি সকলকে নিজ দায়িত্বে মাক্স ব্যবহার করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারকে সহযোগিতা করার আহবান জানান। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত মাস্ক ক্যাম্পেইনে আলোচনা পর্ব শেষে একটি বিশাল র্যালি ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা প্রশাসন চত্বরে এসে সমাপ্ত হয়। র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান কবিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন- জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে চলমান মহামারী করোনা ভাইরাস থেকে নিজেকে এবং মানুষকে রক্ষা করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি বলেন- করুনার প্রাদুর্ভাব সংক্রমণ প্রতিরোধে আমরা যদি সচেতন হয়ে নিজেকে রক্ষা করে কাজ করতে পারি আর মানুষকে সচেতন করার মাধ্যমে এই মহামারী থেকে রক্ষা করতে পারি তাহলেই কেবল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব হবে।কেননা সোনার বাংলা গঠন করতে হলে- এই সোনার বাংলার জাতিকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ হতে হবে।