আরিফ রববানী,(ময়মনসিংহ)
করোনা ভাইরাস সংক্রমণ রোধের মাধ্যমে নিজেকে সুরক্ষা রাখার লক্ষ্যে " নিজে মাস্ক পড়ুন এবং অন্যকে মাস্ক পরিধানে উৎসাহিত করুন " এই শ্লোগান নিয়ে ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে সারা জেলায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে একযোগে মাস্ক ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমWear Maxk Campaign
ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর রবিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে জেলাব্যাপী একযোগে এই ক্যাম্পেইনের উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসনক মিজানুর রহমান।
বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি বলেন-মাস্ক ব্যবহার করলে, করোনা ভাইরাস মাস্ক পরা ব্যক্তির থেকে অন্যদের কাছে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে। তিনি বলেন- শুধু মাস্ক ব্যবহার করলেই COVID-19-এর সংক্রমণ প্রতিরোধ করা যাবে না তার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং নিয়মিত ভালভাবে হাত ধুয়ে নিতে হবে। তিনি তার বক্তব্যে-COVID-19-এর সংক্রমণ প্রতিরোধ করতে: ময়মনসিংহ বাসীকে হাত প্রায়শই হাত পরিষ্কার করা,সাবান এবং জল বা অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ডওয়াশ ব্যবহার করা,
কাশি বা হাঁচি হচ্ছে এমন ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা,দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে মাস্ক ব্যবহার করা, চোখ, নাক বা মুখ স্পর্শ না করা,
কাশি বা হাঁচির সময় নাক এবং মুখটি কনুই ভাঁজ করে বা টিস্যু দিয়ে কভার করা,অসুস্থ বোধ করলে বাড়িতেই নিরাপদে থাকা সহ জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নেওয়ার আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল