১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ নাগরিক এডভোকেসি ফোরামের ময়মনসিংহ জেলা প্রশাসনের মাস্ক ক্যাম্পেইনে অংশগ্রহণ।।
২৯, নভেম্বর, ২০২০, ৬:৫৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে আজ ২৯-১১-২০২০ রোজ রবিবার পুরো ময়মনসিংহ জেলাজুড়ে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি ,করোনার বিস্তার রোধ করি এই প্রতিপাদ্যকে উপজীব্য করে ওয়্যার ইউর মাস্ক ক্যাম্পেইন শিরোনামে করোনা সংক্রমন রোধে “নো মাস্ক, নো সার্ভিস” ক্যাম্পেইনে নাগরিক এডভোকেসি ফোরাম (সিএএফ), ময়মনসিংহ -এর নেতৃবৃন্দ নিজস্ব ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখে অংশগ্রহণ করে।
সিটিজেন এডভোকেসি ফোরাম (সিএএফ) ময়মনসিংহের সাথে সম্পৃক্ত রাজনৈতিক-সামাজিক-
সাংস্কৃতিক সংস্থার নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে ও সক্রিয়ভাবে এ কর্মসূচীতে অংশগ্রহণ করে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ” ওয়ার ইউর মাস্ক ক্যাম্পেইন”-এ সিটিজেন এডভেকেসি ফোরাম এর নেতৃবৃন্দের মধ্যে সিএএফ ময়মনসিংহের সভাপতি সুমন চন্দ্র ঘোষ, সহ-সভাপতি জামাল উদ্দিন অাহমেদ, যুগ্ম-সম্পাদক জাহিদ হোসেন উৎপল, দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথি, প্রকাশনা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মাহমুদা হোসেন মলি,সদস্য তাসলিমা মাহজাবিন জেবীন,এনামুল হক শাহীন, ডিঅাই স্টাডি সার্কেলের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরজাহান মিতু ও ছাত্রলীগ নেতা অাবির হাসান নীরব সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করে এবং হ্যান্ডমাইকে করোনা সচেতনাতমূলক বিভিন্ন তথ্যাদি প্রচার ও মাস্ক ব্যবহারে সরকারের নির্দেশনা প্রচার করেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো: জাহাঙ্গীর অালম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সিটিজেন এডভোকেসি ফোরাম ময়মনসিংহের ক্যাম্পেইন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য সিটিজেন এডভোকেসি ফোরামের পক্ষে সংগঠনের সভাপতি সুমন চন্দ্র ঘোষ জেলা প্রশাসনের ভার্চুয়াল গণশুনানীতে অংশগ্রহণ করে করোনার সেকেন্ড ওয়েভ তথা করোনা সংক্রমনের ঝুঁকিপূর্ণ জেলা ময়মনসিংহকে সংক্রমনের হাত থেকে রক্ষা করতে পুরো জেলাজুড়ে মাস্ক ক্যাম্পেইন কর্মসূচী গ্রহণ করার জন্য প্রস্তাব করেন।