১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খেলাধুলা, ময়মনসিংহ ময়মনসিংহের বিদ্যাগঞ্জে মাহবুবুল হক শাকিল স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
৩০, নভেম্বর, ২০২০, ৩:৫৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

মুজিববর্ষ উদযাপন উপলে বিদ্যাগঞ্জ আর.বি.উচ্চবিদ্যালয় খেলার মাঠে মাহবুবুল হক শাকিল স্মৃতি সংঘের উদ্যোগে শাকিল স্মৃতি ফুটবল খেলার ফাইনাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল খেলায় অংশগ্রহণ করেন বিদ্যাগঞ্জ সোনালী অতিত বনাম কুষ্টিয়া চকপাড়া ফ্রেন্ডস ইলিভেন ইয়ং স্টার। খেলায় চ্যাম্পিয়ন হন চকপাড়া ফ্রেন্ডস ইলিভেন ইয়ং স্টার। খেলার শুরুতে শাকিলের আত্মার প্রতি ১ মিনিট নিরবতা পালন করা হয়। খেলার সভাপতিত্ব করেন মোঃ মজিবর রহমান মন্ডল। ফুটবল খেলার শুভ উদ্ভোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, দি-চেম্বার অফ কর্মাসের সভাপতি আমিনুল হক শামিম সিআইপি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্ডল, কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু-রায়হান, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা প্রমুখ। এসময় বক্তারা বলেন, শাকিল সবার কাছের মানুষ ছিল। শাকিল আমাদের মাঝে নেই, তার আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ তাকে বেহেস্ত নছিব করুন। শাকিল শুধু আমাদের ময়মনসিংহের র্গব ছিল না প্রধানমন্ত্রীর অত্যান্ত কাছের মানুষ ছিল। বিদ্যাগঞ্জে ঐতিহ্যবাহী ফুটবল খেলা ধরে রেখেছে শাকিল’কে। আমরা ধন্যবাদ জানাই বিদ্যাগঞ্জ সদস্যগণকে এত সুন্দুর একটি খেলা আয়োজন করায়। খেলাটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মোবারক হোসেন সরকার। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতা দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।