স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী ও ধর্মীয় উন্মাধনা সৃষ্টিকারী উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে অবিলম্বে অাইনী ব্যবস্থা গ্রহণ ও কঠোর হস্তে দমনের দাবীতে ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের উদ্যোগে ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে অাজ ৩-১২-২০২০ বৃহস্পতিবার বিকাল
৪ টায় স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের নেত্রী মাহমুদা হোসেন মলি'র সভাপতিত্বে মানবন্ধনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কদ্দুছ,সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর ভাসার ভাসানী,জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটিরযুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরজাহান মিতু,সাংগঠনিক সম্পাদক জেসমিন মিনু, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মর্জিনা আহমেদ, মহানগর যুব মহিলা লীগের নেত্রী শারমীন আক্তার লাকী, নান্দাইল যুব মহিলা লীগের আহবায়ক মার্জিয়া আক্তার হাসি,জেলা যুব মহিলা লীগের নেত্রী ফৌজিয়া ইশরাত ফ্লোরা ,বঙ্গবন্ধু শিশু একাডেমীর সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকার,জেলা যুব মহিলা লীগ নেত্রী ফাহিমা বেগম রুপা, তানিয়া সুলতানা,জান্নাতুল বুশরা মৌ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উক্ত মানবন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলায় ভাস্কর্যবিরোধী মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দও ধর্মীয় উন্মাধনা সৃষ্টিকারী উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে অবিলম্বে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল