ঐতিহ্যবাহী ময়মনসিংহ নগরীতে জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ও ডেইলী নিউজ মেইল এর আঞ্চলিক ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে। এ দুটি পত্রিকা বৃহত্তর ময়মনসিংহসহ সারাদেশের গণমানুষের প্রিয় গণমাধ্যমে পরিণত করতে আন্তরিক প্রচেষ্টা চালাবেন তিনি। এ পত্রিকার উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ঢাকা প্রতিদিন ও ডেইলী নিউজ মেইল এর প্রকাশক ও সম্পাদক মনজুরুল বারী নয়ন।
শনিবার (৫ ডিসেম্বর ) বিকেলে ময়মনসিংহ নগরীর ৪১ ছোট বাজার মুক্তিযোদ্ধা স্বরণীর দ্বিতীয় তলায় ঢাকা প্রতিদিন ও ডেইলী নিউজ মেইল এর আঞ্চলিক ব্যুরো অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও অফিসের উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।
ঢাকা প্রতিদিন ও ডেইলী নিউজ মেইল এর প্রকাশক ও সম্পাদক মনজুরুল বারী নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন মুক্তা, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক জগদীস চন্দ্র সরকার, মসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম।
ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, পত্রিকা এজেন্সী বুক সেন্টারের ম্যানেজার আজিজুর রহমান আজিজ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. নজরুল ইসলাম ও এম এ আজিজ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আজিম উদ্দিন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল