১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে “বার্গার লাভার’স” -এর শুভ উদ্ধোধন।।
৫, ডিসেম্বর, ২০২০, ১০:৩২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহ নগরীতে ভোজনরসিক তথা বার্গার প্রেমীদের জন্য নতুন করে পথ চলা শুরু করল “বার্গার লাভার’স” নামীয় ফাস্টফুড প্রতিষ্ঠান।গতকাল ০৪-১১-২০২০ রোজ শুক্রবার নগরীর রাম বাবু রোডস্থ ময়মনসিংহ মহাবিদ্যালয় সংলগ্ন দোতলায় অনাড়ম্বরভাবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।


বার্গার লাভার’স এর উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর মো: তাজুল অালম,জেলা যুব মহিলা লীগের নেত্রী মাহমুদা হোসেন মলি প্রমুখ।
বার্গার লাভার’স এর সত্বাধিকারী মোজাম্মেল হক কামাল গণমাধ্যমকে জানান, বিভাগীয় শহর ময়মনসিংহ নগরীতে ভোজনরসিকদের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন রকমারি ও বাহারী স্বাদের বার্গারের মজাদার সমাহার ঘটিয়েছি।
আশা করি বার্গার লাভার ময়মনসিংহবাসীদের আস্থা ও চাহিদা পূরণে আমরা সক্ষম হবো।