ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের মো: আহমার উজ্জামান এর নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে জেলার কোতোয়ালি থানাধীন বাগমারা জনৈক মোস্তাকের অটো গ্যারেজে চোরাই অটোরিক্সা ক্রয়-বিক্রয় কালে ০৭/১২/২০২০ তারিখ রাত ০০.১৫ ঘটিকার সময় ০২ অটো চোরকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নাম ১. মোঃ আরিফ পিতা আব্দুল হাই গ্রাম রামভদ্রপুর থানা ফুলপুর
২. মিঠুন চৌধুরী পিতা খোকন চৌধুরী গ্রাম বাগমারা থানা সদর উভয় জেলা উপজেলা ময়মনসিংহ।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় উভয় আসামি দীর্ঘদিন যাবৎ চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল