১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের  বিরুদ্ধে জেলা ছাত্রলীগের মশাল মিছিল।
৭, ডিসেম্বর, ২০২০, ৭:৫০ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁও জেলায় মশাল মিছিল করেছে ছাত্রলীগ। ৬ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের চৌরাস্তায় মোড়ের দলীয় কার্যালয় থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং চৌরাস্তায় মোড়ে এসে শেষ হয়।  মিছিলে ছাত্রলীগের জেলা, পৌর ও সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসের রনি ও সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক। বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও একাত্তরের পরাজিত শক্ররা ধর্মান্ধ গোষ্ঠীদের সংগঠিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাংচুর করছে। এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ওই পারাজিত শত্রæদের বিষ দাঁত ভেঙে দেওয়ার দাবি জানান।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।