১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম, গৌরীপুর গৌরীপুর রিপোর্টার্স ক্লাব ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
৮, ডিসেম্বর, ২০২০, ৬:৪৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

মোঃ আবুসাঈদ খান গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাব এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ৮ ডিসেম্বর ২০২০ , উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়। করোনার ২য় ডেউ মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায়ে রেখে ক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় হয়, পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিন করে শোভাযাত্রাটি ক্লাবে এসে শেষ হয়।

 

 

ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হুদা লিটনের সঞ্চালনায়, আলোচনাসভা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা পরিষদ এর জনপ্রিয় চেয়ায়ম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ঐক্য ফোরাম এর সভাপতি মোঃ বেগ ফারুক আহমেদ, পৌরসভা কাউন্সিলর মোঃ আব্দুর কাদির, সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার। পরিশেষে জন্মবার্ষিকীতে গৌরীপুর রিপোর্টার্স ক্লাব নামকরনে একটি কেক কাটা হয় ।

এসময় আরও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।