১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে ময়মনসিংহে চিকিৎসকদের বিক্ষোভ
৮, ডিসেম্বর, ২০২০, ৮:৩১ অপরাহ্ণ - প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে চিকিৎসকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

ভয়েস অব ডক্টরস অব ময়মনসিংহের উদ্যোগে মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে চিকিৎসকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা,জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোমিনুর রহমান জিন্নাহ, ডাঃ সেজুতি সাহা, ডাঃ মোস্তা ফিজুর রহমান বিল্পব, ডাঃ তারেক, ডাঃ ছোটন ডাঃ কাঞ্চন সরকার, ও ডাঃ মতিউর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন জাতির জনকের ভাষ্কর্যের অবমাননাকারীদের ছাড় দেয়া হবে না, মুক্তিযুদ্ধ বিরোধী জঙ্গিবাদ, মৌলবাদীদের ঔদ্ধতপূর্ণ আচরণের উপযুক্ত জবাব, দেয়া হবে। নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানসহ ভাংচুরকারীদের বিরুদ্ধে দ্রুততম সময়ে বিচারের দাবিতে সরকারের প্রতি আহবান জানান।