ময়মনসিংহ অফিসঃ
৮ই ডিসেম্বর মঙ্গলবার বিকালে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে মৌলবাদী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ মহানগরের পুরহিত পাড়া থেকে চরপাড়া হয়ে সারা শহর প্রদক্ষিন করে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে মিছিলের সমাপ্তি হয়। ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জননেতা এইচ এম ফারুক বলেন : বঙ্গবন্ধুর ভাষ্কর্যে হামলা মানে বাংলাদেশের স্বাধীনাতার স্বপ্নকে ধুলিস্মাৎ করা, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৫৬ হাজার বর্গমাইল জুড়ে, স্বাধীনতা বিরোধীরা দেশের ভাষার সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্নিত করার পায়তারা করছে।
তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে দেশকে মৌলবাদ মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে একত্রিত করতে হবে। আর এই মৌলবাদী পরিচয় দানকারী হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। এ সময় এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে ময়মনসিংহ জেলা যুবলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ অংশ নেন।
শরৎ সেলিমের টাইম লাইন থেকে নেয়া