২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন যৌন হেনস্তার শিকার প্রিয়াঙ্কার স্বামী নিক
২৭, অক্টোবর, ২০১৯, ৭:১৪ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

ভরা মঞ্চে যৌন হেনস্থার শিকার হলেন পপ-স্টার নিক জোনাস। লস অ্যাঞ্জেলসে জোনাস ব্রাদার্সের কনসার্টে তাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক নারী ফ্যানের বিরুদ্ধে। এমনই একটি ভিডিও সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক নারী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর পা, পশ্চাতদেশ ও ঊরুতে পিছন থেকে হাত দিচ্ছেন।
গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসে পারফর্ম করেছিলেন জোনাসের ব্যান্ড। সে সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। শো চলাকালীন মঞ্চের কানায় দাড়িয়ে পারফর্ম করছিলেন নিক জোনাসসহ তিন জন। আর তাদের দু’দিকে ছিলেন দর্শকরা। প্রথমে নিকের পা ধরে টানেন অভিযুক্ত নারী। বিষয়টি পপ তারকার নিরাপত্তা রক্ষীদের নজর এড়ায়নি। তারা ওই নারীকে সতর্ক করে দেন। কিন্তু তাতে কাজ হয়নি। এর পরেও নিকের পশ্চাতদেশ ও ঊরুতে পেছন থেকে হাত দেন ওই নারী। চমকে ওঠেন নিক। ঘটনা পেছনে ঘুরে দেখেন তিনি। তবে পরে আবারও পারফর্ম শুরু করেন নিক।