১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং ।
১০, ডিসেম্বর, ২০২০, ৫:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,“

আয় আয় সোনামণি টিকা নিয়ে যা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে জেলার সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিরসম্বর) সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং বলা হয়, হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন আগামি ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছয় ধাপে নিয়মিত টিকাদান কেন্দ্রে এ ক্যাম্পেইন পালন করা হবে। ৯ মাস থেকে ১০ বছরের কম রয়সের শিশুকে এই টিকা প্রদান করা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হাম-রুবেলা রোগের প্রদুর্ভাব থেকে রক্ষার জন্য এ টিকা প্রদান করা হয়ে থাকে। যে সকল শিশু হাম-রুবেলার টিকা নিয়েছে তাদেরকেও হাম-রুবেলার টিকাদান করতে হবে।  ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এর সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ যে, ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলা, তিন পৌরসভার, ১৮৯টি ওয়ার্ড ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী প্রায় তিন লাখ ১৩ হাজার ৮৫১ জন শিশুকে চার হাজার ৪০টি টিকাদান কেন্দ্র থেকে হাম-রুবেলার টিকাদান হবে। আর এই কর্মসূচি সফল করতে প্রথম সারির সুপারভাইজার হিসেবে থাকবেন ১৮৯ জন।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।