বিপাশার সঙ্গে সেদিন ছিলেন তার স্বামী করণ গ্রোভার। প্রশ্ন উঠেছে, যেভাবে বিপাশা লেহেঙ্গাটি পরেন, তাতে মনে হচ্ছিল তিনি বেবি বাম্প ঢাকতে চাইছেন। এমন দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।উল্লেখ্য, বিপাশার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই ‘অভিনন্দন’ বার্তা আসতে থাকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। যদিও সমস্ত দাবি গুজব বলে দেন বিপাশা। তার দাবি, সন্তান আসা অত্যন্ত আনন্দের বিষয়। তবে এইভাবে বিয়ে হওয়ার পরেই এই প্রসঙ্গ নিয়ে হইচই করা ঠিক না।
বিপাশা এমন গুজব পছন্দ করেন না, তা ভালোভাবে ভক্তদের বুঝিয়েছেন তিনি।