১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন বিপাশা বসুকে ঘিরে নতুন গুজব
২৭, অক্টোবর, ২০১৯, ৭:২৪ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

কয়েকদিন আগে একটি পার্টিতে উপস্থিত হয়েছিলেন বলিউড সুন্দরী বিপাশা বসু। সেখানে তিনি একটি হালকা সবুজ রঙের উজ্জ্বল নক্সা করা লেহেঙ্গা পরে যান। আর এই লেহেঙ্গা পরার কারণে একটি গুজব ছড়িয়েছে। কারণ বিপাশার ছবি পোস্ট করে অনেকেই লিখেছেন বিপাশা যে গর্ভবতী তা ঢাকতে লেহেঙ্গা পরেছেন তিনি।

বিপাশার সঙ্গে সেদিন ছিলেন তার স্বামী করণ গ্রোভার। প্রশ্ন উঠেছে, যেভাবে বিপাশা লেহেঙ্গাটি পরেন, তাতে মনে হচ্ছিল তিনি বেবি বাম্প ঢাকতে চাইছেন। এমন দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।উল্লেখ্য, বিপাশার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই ‘অভিনন্দন’ বার্তা আসতে থাকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। যদিও সমস্ত দাবি গুজব বলে দেন বিপাশা। তার দাবি, সন্তান আসা অত্যন্ত আনন্দের বিষয়। তবে এইভাবে বিয়ে হওয়ার পরেই এই প্রসঙ্গ নিয়ে হইচই করা ঠিক না।
বিপাশা এমন গুজব পছন্দ করেন না, তা ভালোভাবে ভক্তদের বুঝিয়েছেন তিনি।