১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এসপি আহমার উজ্জামান
১১, ডিসেম্বর, ২০২০, ৫:২৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বৃহস্পতিবার রাতে তিন শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন। রাত ১০ টা থেকে ১২ টা পযন্ত তিনি নিজে খুঁজে খুঁজে এই কম্বল বিতরণ করেছেন।


ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্লাট ফরম, রাস্তায় ও লাইনের পাশে বস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথ শিশু, পঙ্গু, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এই কম্বল ও মাস্ক বিতরণকালে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পত্নী ও ময়মনসিংহ পুনাকের সভানেত্রী কানিজ আহমার, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, রেলওয়ে থানার ওসি মাজহারুল হক, ১নং ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক দুলাল আকন্দ ও কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার ও পুলিশ সুপার পত্নী বলাশপুরে (মরাখলা) একটি এতিমখানায় অধশত এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান করোনাকালের শুরু থেকেই অসহায় দিন মজুর, নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত ও নতুন করে বেকার হয়ে পড়া মানুষের মাঝে নিত্যপণ্য চাল, ডাল, তেল, ঈদে সেমাই, চলে চিনি, পথশিশু ও এতিমদের মাঝে ঈদে নতুন জামা উপহার সামগ্রী বিতরণ করে একজন মানবিক পুলিশ সুপার হিসাবে ব্যাপক পরিচিত লাভ করে। একই সাথে পুলিশ সুপার পত্নী কানিজ আহমার গেল বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র, অসহায়দের মাঝে রান্না করা খাবার পৌঁছে দিয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। এবারও একইভাবে শীতের শুরুতেই পুনাকের উদ্দ্যোগে ছিন্নমূল, অসহায়, পঙ্গু ও পথশিশুদের মাঝে কম্বল বিতরণ করে ব্যাপক আলোচনায় আসেন। পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।