১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে দুই লাখ টাকার ফেন্সিডিলসহ গ্রেফতার ২ ॥ ডিবির সফল অভিযান
১২, ডিসেম্বর, ২০২০, ৭:৪৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহে মাদক বিরোধী আরো একটি সফল অভিযান। অভিযানে ২’শত বোতল ফেন্সিডিলসহ দুই আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় দুই লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুরের সাফিউল আলম ও হাফিজুর রহমান রিপন। শুক্রবার সন্ধ্যায় ত্রিশাল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ডিবির ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান চলাকালে শনিবার বিকালে গোপন সুত্রে খবর পাওয়া যায়, আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের একটি দল দিনাজপুর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল (মাদক) সংগ্রহ করে বাসযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসষ্ট্যান্ডে নামে। পরে ময়মনসিংহ বিভাগীয় নগরীতে এসে ফরিয়া মাদক ব্যবসায়ীদের কাছে পৌছে দিতে গাড়ীর জন্য অপো করছিল। ডিবির ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এসআই আলাউদ্দিন বাদলসহ অন্যান্যরা অভিযান চালিয়ে ২ শত বোতল ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলো, দিনাজপুরের নবাবগঞ্জ থানার সাফিউল আলম ও একই জেলার ফুলবাড়ি থানার হাফিজুর রহমান রিপন। পুলিশ জানায়, গত কয়েকমাসের মধ্যে সফল অভিযানের মধ্যে এই অভিযান অন্যতম। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ। এসআই আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা হয়েছে। শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।