১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, স্বাস্থ্য হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন করেন মসিক মেয়র টিটু ।
১২, ডিসেম্বর, ২০২০, ৮:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমলঃ

হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্ধোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু ।

স্টাফ রিপোর্টার:
অদ্য, শনিবার ১২ ডিসেম্বর সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের আয়োজনে ৬ সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে রয়েছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচী ( ইপিআই),স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ।

এ নিয়ে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে মতবিনিময় অনুষ্ঠানে সিটি মেয়র ইকরামুল হক টিটু প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য প্রধান করেন।

এসময় আরো উপস্হিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন ডা: এ বি এম মশিউল আলম, ডা: পঙ্কজ কুমার ভৌমিক, ডা: এইচ কে দেবনাথ, স্বাস্হ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ স্বাস্হ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগন ।

বক্তাগন আশাবাদ ব্যাক্ত করে বলেন ২০২৩ সালে হাম-রুবেলা বাংলাদেশ থেকে নির্মল করার জন্য সরকার বিহৃত পরিকল্পনা নিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন ।

উল্লেখ্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ১২শতের অধিক টিকাদান কেন্দ্র থেকে একযোগে ১২ডিসেম্বর হতে ২০২১ সালের ২৪ জানুয়ারী পযন্ত এই কর্মসূচী চলবে ।

প্রত্যেক ওয়ার্ডে একজন করে প্রশিক্ষিত নার্স সহ স্বাস্হ্যকর্মী নিয়োজিত রয়েছেন । সিটি কর্পোরেশনের অন্তর্ভূত ১ লাখ ১৪ হাজার শিশুকে এই টিকা প্রদান করা হবে । এর সফল বাস্তবায়নের জন্য নগর বাসীর সহযোগীতা কামনা করেছেন মেয়র ইকরামুল হক টিটু ।