এম এ আজিজঃ
অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের পরিবেশ বান্ধব মহাব্যবস্থাপকের উদ্যোগে পরিষ্কার হল ময়মনসিংহ অগ্রণী ব্যাংক ভবনের আশপাশ এলাকা। এর আগে ঐ এলাকা জুড়ে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ বিনষ্ট করে কতক লোকজন। পরিচ্ছন্ন ঐ এলাকায় ছাদ বাগান করার উদ্যোগে নেয়া হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন।
অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক একেএম শামীম রেজা গত ১৮ সেপ্টেম্বর ময়মনসিংহ সার্কেলে যোগদান করার পর থেকে এই সার্কেলের প্রত্যেকটি শাখাকে লাভজনক করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। একই সাথে ব্যাংকের প্রত্যেকটি শাখা ও আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যক্তিগতভাবে এবং শাখা প্রধানদের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করেন। এই দায়িত্বশীল মহাব্যবস্থাপক রবিবার (১৩ ডিসেম্বর) সকালে নিজ হাতে অগ্রণী ব্যাংক (ছোট বাজার) ভবনের দেয়ালের পাশে ছোট বাজার থেকে বড়বাজার যাওয়ার মূল সড়কে জমে থাকা দীর্ঘদিনের ময়লা আবর্জনা পরিষ্কার করেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ময়মনসিংহ বিভাগীয় নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে পরিচয় করে দিতে রাতে সন্ধ্যার পর নিদ্ধিষ্ট স্থানে ময়লা ফেলতে ব্যাপক প্রচারণা চালান এবং রাতেই যানবাহযোগে ঐ ময়লা দ্রুততম সময়ে অপসারণ করে আসছে। নগরীর অনেক এলাকায় সিটি কর্পোরেশনের এই আদেশ মান্য করে রাতে নির্ধারিত স্থানে ময়লা ফেলছে। ব্যাংক সংলগ্ন এই ব্যস্ততম সড়কে ময়লা ফেলা নিষেধ এবং সতর্কবার্তা জারীর পরেও কতক লোকজন রাতের আধারে এমনকি দিনদুপুরে ময়লা ফেলে অঘোষিত ডাস্টবিন গড়ে তুলে। ফলে দুর্গন্ধে এই রাস্তায় মানুষজন চলাচল করতে পারছিল না। অগ্রণী ব্যাংকের দায়িত্বশীল এই মহাব্যবস্থাপকের সচেতনতামূলক উদ্যোগে খোলা রাস্তায় ভবিষ্যতে ময়লা ফেলা থেকে জনগণকে নিবৃত্ত করা সফল হবে বলে অনেকেই মনে করেন। ব্যাংকের উদ্যোগে এখানে ফুলসহ টব রাখা হবে যাতে জনগণ নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে। অপরদিকে সবুজ বাংলাদেশ ও বিষমুক্ত ফল খাওয়ার অংশ হিসেবে মহাব্যবস্থাপক ময়মনসিংহ অঞ্চলের সুযোগ্য অঞ্চল প্রধান নুরুল ইসলাম ছাদ বাগান স্থাপন করেন। গত ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবসে জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম ছাদ বাগান পরিদর্শন করেন এবং মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলে ময়মনসিংহ সার্কেল সচিবালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। যা মহাব্যবস্থাপক একেএম শামীম রেজা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শুভ উদ্বোধন করবেন বলে ব্যাংক সুত্রে জানান।