শামীম খান, গৌরীপুর
যানজট নিরসনে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে বঙ্গবন্ধু সড়কে আগামী ১ জানুয়ারি/২০২১ ইং তারখি থেকে হাটের দিন শনিবার ও মঙ্গলবার ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া এ সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হবে। সোমবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নুরুল ম. নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সাপ্তাহিক রাজ গৌরীপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, গৌরীপুর ইসলামবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রুকন উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, মইলাকান্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক মিয়া প্রমুখ।