শেরপুর প্রতিনিধি:
“গাছ মানুষের পরম বন্ধু, আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”-এ শ্লোগানকে মনে প্রানে ধারন করে শেরপুরের নকলায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক মাদ্রাসার আঙ্গীনায় বৃক্ষ রোপন করা হয়েছে।
২৭ অক্টোবর (রবিবার) দুপুরের দিকে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকার বারমাইসা পশ্চিম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ময়দানে “মানবতার দুয়ার” নামীয় স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে এ বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি তাসনিমুল হাসান নির্ভীক, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ এইচ এম শেখ ফরিদ; স্বেচ্ছা সেবক টুটুল আহমেদ, লিটন মাহমুদ, জনি মিয়া, আলিফ সাগর, শফিকুল ইসলাম, জুয়েল মাহমুদ, হৃদয় হাসান সোহাগ, বিডিক্লিন নকলার সদস্য টুটুলসহ বারমাইসা পশ্চিম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দাতা প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান রুস্তুম আলী, প্রধান শিক্ষক রাসেদুল ইসলাম রেজা, সহকারী শিক্ষক বেলায়েত হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গান্যমান্য এবং মানবতার দুয়ার সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।