১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ সুপ্তি সুযেটারের এমডি মোস্তফিজুর রহমান মামুনের”শেরে বাংলা গোল্ডেন পদক “অর্জন।।
১৫, ডিসেম্বর, ২০২০, ৯:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার:

পোষাক শিল্পে অসামান্য অবদানের অবদানের স্বীকৃতিস্বরুপ “শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ” সুপ্তি সুয়েটারে”র ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোস্তাফিজ মামুন কে “শেরে- বাংলা গোল্ড মেডেল ২০২০” পদক প্রদান করেছেন।

অত্যন্ত সম্মানজনক শেরে বাংলা গোল্ড মেডেল প্রাপ্ত হওয়ায় সুপ্তি সুয়েটারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে উষ্ণ শুভেচ্ছায় অভিনন্দিত করেছেন উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা।
উল্লেখ্য গত ১৩ নভেম্বর ঢাকাস্থ কেন্দ্রীয় কচি কাচার মিলনায়তনে মহামান্য সুপ্রীমকোর্টের মহামান্য বিচারপতি ও উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে এ সম্মানজনক পদক প্রদান করা হয়।