১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মসিক মেয়র ইকরামুল হক টিটুর উদ্যোগে বিজয় দিবসে “জয় বাংলা” চত্বর উদ্ধোধন।।
১৭, ডিসেম্বর, ২০২০, ১০:১৫ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে গতকাল সন্ধ্যায় উদ্বোধন করা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে ব্রহ্মপুত্র নদীর পাশে শম্ভুগঞ্জ ব্রীজের কূল ঘেঁষে নির্মিত জয়বাংলা চত্বর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিমন্ত্রী ময়মনসিংহ সিটির প্রতিটি উন্নয়ন কার্যক্রমে মেয়র এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাথে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু সভাপতির বক্তব্যে এই প্রত্যাশা করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জয়বাংলা স্লোগানের শক্তিতে বলীয়ান হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে যাবে জয় বাংলা চত্বরের মাধ্যমে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ,জাতির পিতা আর জয় বাংলা স্লোগান পরস্পর অবিচ্ছেদ্য। জয় বাংলা চত্বরের মাধ্যমে মানুষ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানতে পারবে এবং হৃদয়ে ধারণ করতে পারবে। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট জহিরুল হক খোকা, সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, এহতেশামুল আলম, সভাপতি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ; এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ; মোঃ আমিনুল হক শামীম (সিআইপি), সভাপতি, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ ও সহ-সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ; ইঞ্জিনিয়ার মো. নূরুল আমিন কালাম, সাধারণ সম্পাদক, জেলা নাগরিক আন্দোলন, ময়মনসিংহ। স্থাপত্যটির ভাস্কর্য শিল্পী হিসেবে নান্দনিক শিল্পকর্ম উপহার দিয়েছেন অনুপম সরকার জনি। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,মসিকের কর্মকর্তা-কর্মচারীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।