১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ পরমতসহিষ্ণুতা ও ঐক্যের বার্তা নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র,চিত্রাঙ্কন,কবিতা লেখা ও আলোকচিত্র প্রতিযোগিতা।।
১৮, ডিসেম্বর, ২০২০, ৫:০২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস: প্রীতি,দেশপ্রেম ও সহনশীলতার মূলমন্ত্রে বিজয়ের এই মাসে সম্প্রীতির উৎসবে মাতবে পুরো দেশ এই শ্লোগানকে সামনে রেখে ডেমোক্রোসি ইন্টারন্যাশনাল মহান বিজয়ের মাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা,শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা লেখা প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে। ডিআই কারণ বাংলাদেশ আমার সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মের মাধ্যমে এই প্রতিযোগিতার প্রচারণার মাধ্যমে লাল-সবুজের মানচিত্রখচিত বাংলাদেশের বিভিন্ন ইভেন্টের ট্যালেন্টদের জাতির সামনে উপস্থাপন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক কর্তৃপক্ষ। তাদের আহবান, এই পূণ্যলগ্নে আপনিও অংশগ্রহণ করে লাল-সবুজের দেশের একজন গর্বিত নাগরিক হিসেবে সম্প্রীতির প্রতি আপনার সমর্থন জানান। কবিতায়, চিত্রকর্মে, আলোকচিত্রে কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জানিয়ে দিন ‘সম্প্রীতির বাংলাদেশ’ নিয়ে আপনার ভাবনা। সম্প্রীতির ডাকে সাড়া দিন সম্প্রীতির উৎসবে। আর প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।

জেনে নিন প্রতিযোগিতাসমূহের সংক্ষিপ্ত নিয়মাবলী। বিস্তারিত জানতে সদস্য হোন কারণ বাংলাদেশ আমার ফেসবুকে গ্রুপে -https://www.facebook.com/groups/718296318974660

শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা: বিষয় – সম্প্রীতির বাংলাদেশ
– বয়স: গ্রুপ -এ (১০ থেকে ১৪ বছর); গ্রুপ -বি (১৫ থেকে ১৮ বছর)।
– একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩ টি ছবি পাঠাতে পারবে।
– আঁকা ছবির পূর্ণ ছবি তুলে আপলোড করতে হবে কারণ বাংলাদেশ আমার ফেসবুক গ্রুপ লিংক এ। লিংকটি হল: HTTPS://WWW.FACEBOOK.COM/GROUPS/718296318974660
– ৩১ ডিসেম্বর ২০২০ এর মাঝে ছবি জমা দিতে হবে।
– বিস্তারিত জানুন: https://www.facebook.com/karonbangladeshamar/photos/gm.879798482824442/872518260207502/

আলোকচিত্র প্রতিযোগিতা: বিষয় – সম্প্রীতির বাংলাদেশ

– ডিএসএলআর বা মোবাইল ফোন যে কোন ডিভাইসে তোলা ছবি গ্রহণযোগ্য হবে।
– রঙিন বা সাদা-কালো যেকোনটাই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
– একজন প্রতিযোগী একদিনে সর্বোচ্চ ১টি ছবি জমা দিতে পারবেন গ্রুপে। কিন্তু প্রতিযোগিতার সময়সীমার মাঝে চাইলে একজন প্রতিযোগী প্রতিদিনই একটি করে ছবি জমা দিতে পারবেন।
– ৩১ ডিসেম্বর ২০২০ এর মাঝে আলোকচিত্র জমা দিতে হবে।
– ছবি দিতে হবে কারণ বাংলাদেশ আমার ফেসবুক গ্রুপে: https://www.facebook.com/groups/718296318974660
– বিস্তারিত জানুন: https://www.facebook.com/karonbangladeshamar/photos/gm.881164306021193/874699406656054/

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা: বিষয় – সম্প্রীতির বাংলাদেশ

– স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনূর্ধ্ব ৩ মিনিট হতে হবে।
– এম,পি, ফোর ফাইল জমা দিতে হবে।
– যেকোন ডিভাইস ব্যবহার করে চলচিত্র নির্মাণ করা যাবে। কিন্তু জেনে রাখা দরকার যে, ভিডিও কোয়ালিটি প্রতিযোগিতার বিচারে মূল্যায়িত হবে।
– একজন নির্মাতা চাইলে একাধিক সংখ্যক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিতে পারবেন প্রতিযোগিতায়।
– ৩১ ডিসেম্বর ২০২০ এর মাঝে চলচ্চিত্র জমা দিতে হবে।
– চলচ্চিত্র জমা দিতে হবে কারণ বাংলাদেশ আমার ফেসবুক গ্রুপে: https://www.facebook.com/groups/718296318974660
– বিস্তারিত জানুন: https://www.facebook.com/karonbangladeshamar/photos/gm.881171746020449/874702346655760/

কবিতা লেখা প্রতিযোগিতা: বিষয় – সম্প্রীতির বাংলাদেশ

– প্রতিযোগীর বয়স অবশ্যই ১৮ এর উপরে হতে হবে।
– প্রতিটি কবিতা হতে হবে অনধিক ৫০০ শব্দের মধ্যে।
– মৌলিক কবিতা হতে হবে – অবশ্যই অন্য কোথাও অপ্রকাশিত।
– একজন কবি সর্বোচ্চ ২ টি কবিতা জমা দিতে পারবেন । কবিতার নামে ছড়া আপলোড করলে তা গ্রহণযোগ্য হবে না।
– ৩১ ডিসেম্বর ২০২০ এর মাঝে কবিতা জমা দিতে হবে।
– কবিতা জমা দিতে হবে কারণ বাংলাদেশ আমার ফেসবুক গ্রুপে: https://www.facebook.com/groups/718296318974660
– বিস্তারিত জানুন: https://www.facebook.com/karonbangladeshamar/photos/gm.879795406158083/872515020207826/

চলুন সবাই একসাথে রাঙ্গিয়ে তুলি সম্প্রীতির উৎসব…।
উল্লেখ্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে বিজয়ের মাসে আয়োজিত আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতা ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।