শামীম খান,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার আসামি
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ময়নসিংহ চার নং আমলি আদালতের বিচারক মাহবুব আক্তারের আদালতে শুভ্র হত্যা মামলায় সৈয়দ রফিকুল ইসলামের রিমান্ড আবেদনের শুনানিকালে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান। পরে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, শুভ্র হত্যা মামলায় সৈয়দ রফিকুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিবি মামলাটি তদন্ত করছে। এখন পর্যন্ত এই মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে