৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ ঘুষের টাকাসহ আনসার ও ভিডিপি কর্মকর্তা গ্রেফতার
২৭, অক্টোবর, ২০১৯, ১০:৩০ অপরাহ্ণ -

তথ্য প্রতিদিন ডেস্ক =

বগুড়ায় বিশ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় আনসার ও ভিডিডি কর্মকর্তা আনিছুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৭ অক্টোবর) বগুড়া সদর উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানের সময় আনিছুরের অফিস কক্ষের আলমারিতে তল্লাশি চালিয়ে আরও ২৫ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। এই টাকার উৎস জানাতে পারেননি আনিছুর।

দুদক এর সমন্বিত জেলা কার্যালয়, বগুড়ায় এই বিষয়ে মামলা হয়েছে। মামলার বাদী সহকারী পরিচালক মো.আমিনুল ইসলাম।